কলকাতা:   রাজ্য সরকারের নিজস্ব লোগো প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে নবান্নে লোগোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। লোগোর মাথায় রয়েছে অশোক স্তম্ভ, তার নীতে  লোগোর মাঝে রয়েছে বিশ্ববংলার থিম। এই লোগোর ডিজাইনে অবদান রয়েছে খোদ মুখ্যমন্ত্রীরও। আজ থেকে সমস্ত কাজে এই লোগো ব্যবহার করা হবে। লোগোর মধ্যে অশোক স্তম্ভের ছবি থাকায় কোনও কাজে অশোক স্তম্ভের ছাপ আর ব্যবহার করতে হবে না।

লোগোর অনুমতি চেয়ে দিল্লির কাছে আবেদন করেছিল রাজ্য সরকার। সম্প্রতি সেই অনুমোদন দিয়েছে কেন্দ্র।পশ্চিমবঙ্গ ছাড়া কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারের নিজস্ব লোগো রয়েছে। লোগো প্রকাশ উপলক্ষে এদিন ফেসবুকে মুখ্যমন্ত্রী বলেন, আজ নতুন পরিচয় নিয়ে বাংলা এক নতুন পথ চলা শুরু করল। স্বাধীনতার ৭০ বছর অপেক্ষার পর এই ঐতিহাসিক মুহূর্ত  এল, যা নিঃসন্দেহে বাংলার মুকুটে নতুন পালক।