রাজ্যের নাম বদল নিয়ে আজ বিধানসভায় প্রস্তাব আনছে সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Aug 2016 03:16 AM (IST)
কলকাতা: রাজ্যের নাম বদল নিয়ে আজ বিধানসভায় প্রস্তাব আনছে সরকার। এর আগে রাজ্য মন্ত্রিসভায় পাশ হয় নাম বদলের প্রস্তাব। রাজ্যের নাম বঙ্গ বা বাংলা রাখা হবে বলে আজ বিধানসভায় আলোচনা হবে। এরপর তা পাঠানো হবে দিল্লিতে। নামবদল নিয়ে সরাসরি বিরোধিতা না করলেও, যে পদ্ধতিতে এই প্রস্তাব আনা হচ্ছে, তার সমালোচনা করেছে বিরোধীরা।