আজ ভগিনী নিবেদিতার ১৫০-তম জন্মদিন, সেই উপলক্ষে সারদা মঠে চলছে অনুষ্ঠান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Oct 2016 09:32 AM (IST)
কলকাতা: আজ ভগিনী নিবেদিতার ১৫০-তম জন্মদিন। সেই উপলক্ষে দিনভর সারদা মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাগবাজারে ভগিনী নিবেদিতার নামাঙ্কিত স্কুলে সকাল থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান। জন্মদিন উপলক্ষে সাজানো হয়েছে বাগবাজারে ভগিনী নিবেদিতার বাড়িটিকেও। সেখানেও জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান চলছে।