৫ বছরের রেকর্ড ভেঙে আজ আরও নামল পারদ, আগামী ৭২ ঘণ্টা তাপমাত্রা একইরকম থাকবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jan 2018 06:33 PM (IST)
কলকাতা: পাঁচ বছরের রেকর্ড ভেঙে আরও নামল পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে দশ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২-৩ দিন এরকমই থাকবে আবহাওয়া। কলকাতা বাদে সব জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ৫ বছরের রেকর্ড ভাঙল সোমবারের শহর।পারদ নামল সাড়ে দশ ডিগ্রিতে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬। রবিবার তা কমে দাঁড়ায় ১০.৬-এ। আর সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৭২ ঘণ্টায় আরও নামতে পারে পারদ। কলকাতা বাদে রাজ্যের সব জেলাতেই হতে পারে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। কলকাতায় তাপমাত্রা থাকবে ১০ থেকে ১১ডিগ্রির মধ্যে। ১৮৯৯ সালের ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৬.৭ ডিগ্রিতে। কলকাতার পারদ পতনের সর্বকালীন রেকর্ড সেটাই। ২০১৩-র ৯ জানুয়ারি শহরের পারদ নেমেছিল ৯ ডিগ্রিতে। ২০১৪ থেকে ২০১৭, কোনও বছরই পারদ ১১ ডিগ্রির নীচে নামেনি। ২০১৭ সালের ১৫ জানুয়ারি মহানগরের পারদ নেমেছিল ১১.২-এ। এবার রেকর্ড ভাঙল পারদ পতন।