কলকাতা:  মঙ্গলবারের পর ২ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। যদিও কলকাতা সহ অধিকাংশ জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। এর জেরেই কিছুটা বেড়েছে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কয়েকদিনের মধ্যে ফের নামবে পারদ। অন্যদিকে আজই উত্তরবঙ্গ ও সিকিমের উপর দিয়ে অতিক্রম করবে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি হতে পারে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও সিকিমের পার্বত্য এলাকায়।

এদিকে, কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। অধিকাংশ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। যদিও ঠান্ডার প্রকোপ রয়েছে উত্তরবঙ্গের দুই জেলায়।

দার্জিলিঙে ৫ এবং কালিম্পঙে পারদ নেমেছে ৯ ডিগ্রিতে। পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, পানাগড়, উত্তরবঙ্গের রায়গঞ্জ এবং দক্ষিণবঙ্গের বালুরঘাট, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৩ ডিগ্রি। ১৪ ডিগ্রি তাপমাত্রা রয়েছে ঝাড়গ্রাম, বর্ধমান, জলপাইগুড়ি, হাওড়া, হুগলি ও বারাসতে। কোচবিহার, আলিপুরদুয়ারে পারদ নেমেছে ১৫ ডিগ্রিতে। অন্যদিকে তমলুক, ডায়মন্ড হারবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।