কলকাতা: আজ সকাল ১০টা থেকে গার্ডেনরিচ থেকে জল সরবরাহ বন্ধ। প্রভাব পড়বে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহত্তর ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্তিকরণ, লাইন মেরামতি, ভালভ স্থাপনসহ বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণের কাজ হবে।
এর ফলে কালীঘাট, রানিকুঠি, গড়ফা, যাদবপুর, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, গাঁধী ময়দান, গলফ গ্রিন, সেনপল্লি, প্রফুল্লনগর, লায়েলকা, চেতলা, পর্ণশ্রীসহ বিভিন্ন ছোট পাম্পিং স্টেশন থেকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। যার প্রভাব পড়বে বেহালা, গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ সহ কলকাতা পুরসভার ৮-১৬ নম্বর বরোর আংশিক এলাকায়। রবিবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে জল সরবরাহ।
আজ সকাল ১০টা থেকে গার্ডেনরিচ থেকে জল সরবরাহ বন্ধ, এরফলে প্রভাবিত হবে দক্ষিণ কলকাতার কোন কোন জায়গা, জেনে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jun 2018 08:38 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -