কলকাতা: হাইকোর্টে আজ প্রাথমিক টেট মামলার রায়দান। বিচারপতি সি এস কারনানের এজলাসে বেলা ১১টা নাগাদ রায় ঘোষণার সম্ভাবনা।
২০১৬-র ৩১ মার্চের পর অপ্রশিক্ষিতদের নিয়োগে নিষেধাজ্ঞার জারির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে বেশ কয়েকজন প্রশিক্ষিত টেট পরীক্ষার্থী। সেই মামলার প্রেক্ষিতেই আজ রায়দান। সিঙ্গল বেঞ্চ নিষেধাজ্ঞা জারি করলে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টে যাওয়ার সংস্থান রয়েছে অপ্রশিক্ষিত টেট পরীক্ষার্থীদের। এছাড়াও, টেট সংক্রান্ত আরও একটি মামলা বিচারাধীন রয়েছে প্রধান বিচারপতির এজলাসে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
হাইকোর্টে প্রাথমিকে টেট মামলার রায়দান পিছিয়ে গেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2016 04:41 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -