দার্জিলিং:  মুখ্যমন্ত্রীর সফরের আগে, বিমল গুরুঙ্গের একদা খাসতালুক, দার্জিলিঙের লিম্বু বস্তি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে হাঁটতেই অস্ত্র মজুত করেছিলেন গুরুঙ্গ। সিকিম থেকে পেয়েছিলেন দেড় কোটি টাকার সাহায্য। চাঞ্চল্যকর দাবি জেলা পুলিশের।


সোমবার দার্জিলিঙে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। এরমধ্যেই ঠিক গতকাল, দার্জিলিং থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

গত সপ্তাহে বিমল গুরুঙ্গের গাড়ির চালক, সিদ্ধান্ত কামিকে গ্রেফতার করে পুলিশ। তারপর চলে লাগাতার জেরা। গুরুঙ্গের এই বিশ্বস্ত গাড়ির চালককে নিয়েই রবিবার লিম্বু বস্তিতে শুরু হয় তল্লাশি।

জঙ্গল ঘেরা এই লিম্বু বস্তি একসময় দাপিয়ে বেড়াতেন গুরুঙ্গ। এখান থেকে আগেও অস্ত্র-বিস্ফোরক উদ্ধার হয়েছে। রবিবার মাটি খুঁড়ে উদ্ধার হয়, ৩টি দেশি রাইফেল, ১৫ রাউন্ড কার্তুজ, ২২টি ধারাল অস্ত্র এবং জলপাই রঙের জামা তৈরির কাপড়।

এই উদ্ধারের পর দার্জিলিঙের এসপি (অপারেশনস) অমরনাথ কে জানান, যা অস্ত্র আছে, তার মাত্র ২-৩ শতাংশ হল এটা...বাকি অস্ত্রের খোঁজ চালানো হচ্ছে।

পুলিশের দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে হাঁটতেই অস্ত্র মজুত করেছিলেন বিমল গুরুং এবং তাঁকে অর্থ দিয়ে সাহায্য করেছিল সিকিম সরকার।

সূত্রের খবর, বিমল গুরুঙ্গের গাড়ি চালককে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে, আর কোথায় কোথায় অস্ত্র লুকনো আছে।