কলকাতা: টোল প্লাজায় সেনা মোতায়েন নিয়ে রাজ্য থেকে রাজধানী-- দুজায়গাতেই আক্রমণাত্মক তৃণমূল। তৃণমূল সাংসদরা যখন সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন তৃণমূল বিধায়করা এই ইস্যুতে ধর্না দিলেন রাজভবনে।
সেনা প্রত্যাহারের দাবিতে রাজভবনের সামনে রাস্তায় ধর্নায় বসেন তৃণমূল বিধায়করা। বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে রাজভবনে গিয়ে ধর্না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তারপরই বিধানসভা মুখে কালো কাপড় বেঁধে মোদী বিরোধী স্লোগান দিতে দিতে হেঁটে রাজভবনের নর্থ গেটের সামনে যান তৃণমূল বিধায়করা। পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকজন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। কিন্তু, রাজ্যপাল দিল্লিতে থাকায় ফিরে আসতে হয় তাঁদের। তৃণমূলের ধর্না নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দেয় বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে, মিলিটারি নিয়ে নাটক করছে তৃণমূল।