টালিগঞ্জে বেপরোয়া বাসের ধাক্কা প্রৌঢ়া ও তাঁর নাতিকে, প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয়রা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Feb 2018 12:04 PM (IST)
কলকাতা: ফের শহরে বেপরোয়া বাস। টালিগঞ্জ রেল ব্রিজের কাছে বেসরকারি বাসের ধাক্কায় আহত প্রৌঢ়া ও তাঁর নাতি। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের। আটক বাসচালক। সকাল ১০টা নাগাদ দিদিমার সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল নাতি। রাসবিহারীগামী ৪০বি রুটের বাসটি তাঁদের ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালককে আটক করেছে পুলিশ