তুরস্কে শ্যুটিংয়ে গিয়ে আটকে ব্রাত্য, মিমি, বিরসা সহ টালিগঞ্জের কলাকুশলীরা
Web Desk, ABP Ananda | 16 Jul 2016 02:40 PM (IST)
নয়াদিল্লি ও কলকাতা: অশান্ত তুরস্কয় শ্যুটিংয়ে টালিগঞ্জের কলাকুশলীরা। রয়েছেন ব্রাত্য বসু, বিরসা দাশগুপ্ত, মিমি চক্রবর্তী, যশ-সহ অনেকে। নিরাপদে আছি, ইস্তানবুল থেকে এবিপি আনন্দকে ফোনে জানালেন বিরসা ও যশ। সব ভারতীয়ই সুরক্ষিত। জানাল বিদেশমন্ত্রক। সেনা অভ্যুত্থানের চেষ্টা ঘিরে যখন রণক্ষেত্র তুরস্ক, আঙ্কারায় মৃত্যুমিছিল, এই অশান্তির মধ্যেই সে দেশের ইস্তানবুলে শ্যুটিংয়ে টালিগঞ্জের একঝাঁক কলাকুশলী। পরিচালক বিরসা দাশগুপ্ত থেকে শুরু করে ব্রাত্য বসু, মিমি চক্রবর্তী, যশ, গৌরবের মতো অভিনেতারা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন অন্যান্য টেকনিশিয়ানরা। যার জেরে তুরস্কের অশান্তির খবর মিলতেই উদ্বেগ ছড়ায় কলকাতায়। যদিও ইস্তানবুলের হোটেল থেকে পরিচালক বিরসা দাশগুপ্ত এবিপি আনন্দকে ফোনে জানিয়েছেন, তাঁরা সবাই নিরাপদে আছেন। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় দূতাবাস। অশান্ত পরিস্থিতিতে প্রথমে শ্যুটিং ঘিরে অনিশ্চয়তা দেখা দেয়। যদিও অভিনেতা যশ জানিয়েছেন, এখন আর কোনও সমস্যা নেই। এদিকে, তুরস্কের ট্রাবজোনে ওয়ার্ল্ড স্কুল চ্যাম্পিয়নশিপ চলায় সেখানে রয়েছে বহু ভারতীয় পড়ুয়া। ট্যুইটারে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, ভারতের ১৪৮ জন পড়ুয়া ও ৩৮ জন আধিকারিকের মধ্যে সবাই সুরক্ষিত রয়েছেন।১৮ তারিখ সবাই ফিরবেন। তুরস্কে বসবাসকারী ভারতীয়রাও সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। তাঁদের রাস্তায় বেরোতে নিষেধ করা হয়েছে। তুরস্কের ভারতীয় দূতাবাসের তরফে দুটি হেল্প লাইন খোলা হয়েছে। নম্বরগুলি হল, +৯০৫৩০৩১৪২২০৩, +৯০৫৩০৫৬৭১০৯৫