সোমবার সকালে তপসিয়ার গ্যারাজে আগুন, ভস্মীভূত একাধিক গাড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Feb 2018 07:12 AM (IST)
কলকাতা: সাতসকালে মা উড়ালপুলের কাছে তপসিয়ার মহেন্দ্র রায় রোডে রবারের গুদামের পাশে গ্যারাজে আগুন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। ভোররাতে গ্যারাজটিতে আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একাধিক গাড়ি ভস্মীভূত হয়ে যায়। দেওয়ালেও ফাটল ধরেছে। স্থানীয়রাই প্রথমে জল দেওয়ার কাজে হাত লাগান। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।