কলকাতা: খোঁজ মিলল এভারেস্ট অভিযানে গিয়ে নিখোঁজ অভিযাত্রীদের। শৃঙ্গের কাছেই খোঁজ মিলল সুনীতা হাজরার। হদিশ গৌতম ঘোষ, পরেশ নাথেরও। অন্যদিকে আটকে থাকা পর্বতারোহী সুভাষ পালকেও আনা হয়েছে ক্যাম্প ফোরে।
স্বস্তির নিঃশ্বাস ফেলল পরিবার। শঙ্কামুক্ত হল গোটা রাজ্য। খোঁজ মিলল নিখোঁজ ৪ পর্বতারোহীর।
এভারেস্ট শৃঙ্গের খুব কাছেই সন্ধান পাওয়া গিয়েছে বারাসতের সুনীতা হাজরার। তাঁকে ক্যাম্প ফোরে আনা হয়েছে। এদিনই কাঠমাণ্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুনীতার স্বামী।
এভারেস্ট থেকে উদ্ধার করা হয়েছে আরও এক পর্বতারোহী পরেশ নাথকে। পর্বতারোহনের সরঞ্জাম তৈরি করে, বাড়ির সামনে এই দোকানে বিক্রি করেন বছর আটান্নর পরেশ। তারমধ্যেই ছোটখাটো শৃঙ্গ জয়ের চেষ্টা করতেন। ছোটবেলায় বাজি ফাটাতে গিয়ে পরেশের বাঁ হাতের নিচের অংশ বাদ দিতে হয়েছিল। কিন্তু সেই প্রতিবন্ধকতা থামাতে পারেনি তাঁকে। ধার দেনা করে গত সাতই এপ্রিল এভারেস্ট পাড়ি দিয়েছিলেন।
ক্যাম্প ফোর থেকে এদিন ক্যাম্প থ্রিতে আনা হয়েছে ব্যারাকপুরের গৌতম ঘোষকে।তবুও উত্কণ্ঠা পুরোপুরি কাটেনি পরিবারের।
শৃঙ্গ জয় করে এভারেস্টে আটকে থাকা পর্বতারোহী সুভাষ পালকেও আনা হয়েছে ক্যাম্প ফোরে। গত ১৬ এপ্রিল বাড়ি থেকে অভিযানে বেড়িয়েছিলেন বাঁকুড়ার শহরের বাসিন্দা সুভাষ। ফোনে বাড়িতে জানিয়েছিলেন সাফল্যের খবর।
শনিবার সকাল ১১টার পর থেকে এই ৪ বাঙালি পর্বতারোহীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বেস ক্যাম্পের। তারপর থেকেই এঁদের কোনও খোঁজ মিলছিল না। অবশেষে তাঁদের উদ্ধারের খবরে কিছুটা স্বস্তিতে পরিবার।
পরিজনরা চাইছেন, সুস্থ হয়ে দ্রুত ঘরে ফিরে আসুন সুনীতা, পরেশ, গৌতম, সুভাষ।
খোঁজ মিলল নিখোঁজ ৪ বাঙালি পর্বতারোহীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 May 2016 06:08 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -