বিধাননগর:  ফের অসাবধানতার কারণে দুর্ঘটনা। কানে হেডফোন দিয়ে লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের। বিধাননগর ও দমদম স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ কানে হেডফোন দিয়ে বিধাননগর স্টেশনের কাছে লাইন পার হচ্ছিলেন বছর ৫৫-র ওই প্রৌঢ়। সেসময় বিধাননগর স্টেশন থেকে দমদম স্টেশনের দিকে রওনা দেয় শান্তিপুর লোকাল। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। এর জেরে কিছুক্ষণের জন্য ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।