কলকাতা: পুজোর আগেই নতুন লাইনে ছুটবে মেট্রো। চালু হয়ে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়। আপাতত চালু হবে ছোট রুটে। দাবি মেট্রো রেল কর্তৃপক্ষের। তারা জানিয়েছে, সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত না গিয়ে মেট্রো যাবে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত।
সেক্টর ফাইভ---করুণাময়ী---সেন্ট্রাল পার্ক---সিটি সেন্টার---বেঙ্গল কেমিক্যাল তারপর সল্টলেক স্টেডিয়াম।

সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চালু করতে ২০১৯ সাল হয়ে যবে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
নিউ গড়িয়া-দমদম বিমানবন্দর রুটে প্রথম পর্যায়ে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এ বছরই মেট্রো চালুর পরিকল্পনা নিয়েছিল রেল।
কিন্তু, এখন তাদের বক্তব্য, এই রুটেও মেট্রো চালু করতে ২০১৯ সাল হয়ে যাবে।
মেট্রো রেল সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া চলতি মেট্রোর থেকে বেশি হতে পারে। ন্যূন্যতম ভাড়া হতে পারে ১০ টাকা।