কলকাতা: আজ দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অরবিট ফ্লোর রিপেয়ারিং। জানিয়ে দিল বেলভিউ কর্তৃপক্ষ। তার জন্য গঠন করা হয়েছে ১২ জনের বিশেষজ্ঞ দল। আজ সন্ধ্যায় বেলভিউতে অভিষেককে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
গাড়ি দুর্ঘটনায় বাঁ চোখের নীচে গালের অরবিট বোনে গুরুতর আঘাত রয়েছে অভিষেকের। শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে পারছিলেন না চিকিৎসকরা। সোমবার রাতে অভিষেকের শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা। রাত ৮টা থেকে প্রায় ১০টা পর্যন্ত চলে আলোচনা। সেখানেই ঠিক হয়, মঙ্গলবার হবে অভিষেকের অরবিট ফ্লোর রিপেয়ারিং।
বেলভিউ সূত্রে খবর,চিকিত্সক সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি করা হয়েছে ১২ জন একটি বিশেষজ্ঞ দল। অপারেশন শুরু হবে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা নাগাদ।
অপারেশন করবেন চক্ষু বিশেষজ্ঞ ও অরবিট সার্জেন অনির্বাণ ভাদুড়ি। তাঁকে সাহায্য করবেন এক বিশেষজ্ঞ চিকিত্সক। থাকবেন ২ ম্যাক্সিলো ফেসিয়াল সার্জেন, অমিত রায় ও কমলেশ্ব কোঠারি। অরবিট বোনের অপারেশনের পরবর্তী অপারেশন করবেন তাঁরা। তারপর হবে প্লাস্টিক সার্জারি। করবেন প্লাস্টিক সার্জন রাজেন টন্ডন। অপারেশনের সময় থাকবেন, ২ হৃদরোগ বিশেষজ্ঞ মনোতেষ পাঁজা ও এসবি রায়, তাপস চক্রবর্তী সহ ২ অ্যানাস্থেসিস্ট। এছাড়াও থাকবেন দুই চক্ষু বিশেষজ্ঞ, অভিজিত্ চট্টোপাধ্যায় ও জয়াংশু সেনগুপ্ত। তাঁরা দেখবেন, গোটা অপারেশনে অভিযেকের চোখের যেন কোনও ক্ষতি না হয়।
মঙ্গলবার দুপুরে বহরমপুর থেকে কলকাতায় ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। গুরুতর জখম হন তিনি। চোট পান বাঁ চোখের নীচে গালের অরবিট বোনে।
আজ বেলা ১২.৩০ নাগাদ বেল ভিউতে অভিষেকের অস্ত্রোপচার, থাকবেন ১২ জন চিকিত্সক
Web Desk, ABP Ananda
Updated at:
24 Oct 2016 11:41 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -