কলকাতা: রাতের বাইপাসে দুটি দুর্ঘটনা৷ আহত ২৷ রাত সাড়ে ১১টা নাগাদ কাদাপাড়ার কাছে একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বেলেঘাটাগামী একটি গাড়িকে৷ গাড়িটি উল্টে গেলে আহত হন গাড়িচালক৷ লরিটির চালক পলাতক৷

 

অন্যদিকে,  প্রগতি ময়দান থানার কাছে রাত সাড়ে ১২টা নাগাদ একটি গাড়ি বাইকে ধাক্কা মারে৷ গুরুতর জখম অবস্থায় বাইক চালককে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে