নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার ২ জাল নোট পাচারকারী, উদ্ধার ১০ লক্ষ জাল নোট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Mar 2018 09:33 AM (IST)
কলকাতা: কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার ২ জাল নোট পাচারকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার ১০ লক্ষ টাকার জাল নোট। আটক পুলিশের স্টিকার লাগানো গাড়ি। ধৃত রিন্টু শেখ ও রাকিমুল শেখ মালদার কালিয়াচকের বাসিন্দা। অভিযোগ, কলকাতায় এসে গতকাল তারা নিউ মার্কেটের একটি দোকানে জাল নোট ব্যবহার করে জিনিস কেনার চেষ্টা করে। দোকানমালিকের সন্দেহ হওয়ায়, খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। এরপর কলকাতা পুলিশের এসটিএফ ২ জনকে গ্রেফতার করে। সন্দেহ এড়াতে তারা পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে এসেছিল বলে পুলিশের দাবি। গাড়িটিকেও আটক করেছে পুলিশ।