কলকাতা: রাজ্যের ২ দিকে রয়েছে দু’টি ঘূর্ণাবর্ত। তার জেরে আবহাওয়া মণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে। ফলে রাজ্যজুড়ে দাপট দেখাচ্ছে কুয়াশা। বাড়ছে রাতের তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ এবং উত্তরপ্রদেশের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে মেঘলা এবং কুয়াশার কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী ২-১ দিন কুয়াশার দাপট বজায় থাকবে। ফলে নামতে পারবে না রাতের তাপমাত্রা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
রাজ্যের ওপর জোড়া ঘূর্ণাবর্তের কাঁটা, ফলে দাপট রয়েছে কুয়াশার, বাড়ছে রাতের তাপমাত্রা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Dec 2017 09:11 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -