পুজোর কলকাতায় বেপরোয়া গতির জেরে জোড়া বাইক দুর্ঘটনা, মৃত ২, জখম ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2020 07:36 AM (IST)
পুজোর কলকাতায় জোড়া বাইক দুর্ঘটনা। বেপরোয়া গতির বাইকে ২ জনের মৃত্যু, আহত ২।একটি দুর্ঘটনা ঘটেছে বালিগঞ্জ সার্কুলার রোডে।দ্রুতগতিতে চলা বাইক থেকে রাস্তায় পড়ে চালকের মৃত্যু।আহত হয়েছেন বাইক আরোহী।
কলকাতা: পুজোর কলকাতায় জোড়া বাইক দুর্ঘটনা। বেপরোয়া গতির বাইকে ২ জনের মৃত্যু, আহত ২।একটি দুর্ঘটনা ঘটেছে বালিগঞ্জ সার্কুলার রোডে।দ্রুতগতিতে চলা বাইক থেকে রাস্তায় পড়ে চালকের মৃত্যু।আহত হয়েছেন বাইক আরোহী। ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বছর ২৯-এর এক ব্যক্তি। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী। বাড়ি ফেরার পথে রাত আড়াইটার সময় দুর্ঘটনা ঘটে। বাইক যথেষ্টই গতিতে চলছিল বলে জানা গেছে। চালকের মৃত্যু হয়। তাঁর বান্ধবী জখম হয়েছেন। তাঁদের দুজনেরই মাথায় হেলমেট ছিল বলে জানা গিয়েছে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে সিআইটি রোডে ভোর রাতে। মানিকতলা থানার অন্তর্গত সিআইটি রোডের দুর্ঘটনায় হেলমেটহীন চালকের মৃত্যু।এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরোহী। দুজনের মাথাতেই হেলমেট ছিল না বলে জানা গেছে। বেপরোয়া গতিতেই বাইক চলছিল বলে জানা গেছে। হাসপাতালে নিয়ে গেলে চালককে মৃত ঘোষণা করা হয়। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন। পুজোর শহরে একাধিক জায়গায় বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগ এসেছে।