আবীর দত্ত, কলকাতা: ৭দিন ধরে এসএসকেএমের এমার্জেন্সির সামনে পড়ে থেকেও চিকিৎসা না মেলার অভিযোগ।শেষ অবধি টিউমার ফেটে মৃত্যু শিশুর।একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর বাবা-মা!
পরিবারের দাবি,বছর খানেকের শিশুর পিঠে একটি টিউমার হয়।সম্প্রতি চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় কলকাতায়।এনআরএস, চিত্তরঞ্জন হাসপাতাল ঘুরে দিন সাতেক আগে শিশুকে নিয়ে আসা হয় এসএসকেএমে।
পরিবারের দাবি, তারপর থেকেই তাঁদের ঠাঁই হয় এসএসকেএমের ইমার্জেন্সি সামনে। বেড না থাকার কারণ দেখিয়ে, শিশুকে ভর্তি নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সোমবার সকালে টিউমার ফেটে শিশুর মৃত্যু হয়।
অভিযোগ অস্বীকার করে, এসএসকেএম কর্তৃপক্ষ সূত্রে দাবি,বেড না থাকায় শিশুটিকে ভর্তি করা যায়নি। তবে এই ৭ দিন ওই শিশুকে নিয়ে পরিবার কোথায় ছিল জানা নেই।
মেলেনি বেড, ৭দিন এসএসকেএমের এমার্জেন্সির সামনে পড়ে টিউমার ফেটে মৃত্যু শিশুর!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Oct 2020 09:50 PM (IST)
৭দিন ধরে এসএসকেএমের এমার্জেন্সির সামনে পড়ে থেকেও চিকিৎসা না মেলার অভিযোগ।শেষ অবধি টিউমার ফেটে মৃত্যু শিশুর।একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর বাবা-মা!
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -