পরিবারের দাবি,বছর খানেকের শিশুর পিঠে একটি টিউমার হয়।সম্প্রতি চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় কলকাতায়।এনআরএস, চিত্তরঞ্জন হাসপাতাল ঘুরে দিন সাতেক আগে শিশুকে নিয়ে আসা হয় এসএসকেএমে।
পরিবারের দাবি, তারপর থেকেই তাঁদের ঠাঁই হয় এসএসকেএমের ইমার্জেন্সি সামনে। বেড না থাকার কারণ দেখিয়ে, শিশুকে ভর্তি নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সোমবার সকালে টিউমার ফেটে শিশুর মৃত্যু হয়।
অভিযোগ অস্বীকার করে, এসএসকেএম কর্তৃপক্ষ সূত্রে দাবি,বেড না থাকায় শিশুটিকে ভর্তি করা যায়নি। তবে এই ৭ দিন ওই শিশুকে নিয়ে পরিবার কোথায় ছিল জানা নেই।