কলকাতা: বাগুইআটির চিনার পার্কে পানশালার এক নর্তকীর অস্বাভাবিক মৃত্যু হল। মৃতের নাম সোনম সিংহ। আবাসনের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।
গতকাল প্রতিবেশীরা সোনমকে ডাকতে গিয়েছিলেন। কিন্তু কোনও সাড়া শব্দ না পাওয়ায় তাঁরা বাগুইআটি থানায় খবর দেন। পরে দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী বিবাহিত ছিলেন। তবে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ফ্ল্যাটে একাই থাকতেন।
সম্প্রতি পানশালায় নাচের অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছিলেন ওই নর্তকী। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।
বাগুইআটিতে বার নর্তকীর ঝুলন্ত দেহ উদ্ধার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jan 2018 12:22 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -