কলকাতা: করোনা প্রতিরোধে একেবারে সামনে থেকে লড়াইয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবরের কাগজ, টেলিভিশন নিউজ চ্যানেল সহ একাধিক বিনোদন মাধ্যমে সরকারি বিজ্ঞাপন দিয়ে আগেই পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করেছিলেন তিনি। এবার সুরক্ষা ও সচেতনতা ছড়াতে তিনি একেবারে রাস্তায়ও নেমে পড়লেন। বুধবার শহরের একাধিক হাসপাতালে গিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক বিলি করেছেন মুখ্যমন্ত্রী। আর আজ বাজার পরিদর্শনে গিয়ে নিজে থেকেই এঁকে দিলেন সুরক্ষা বলয়। গরিবদের বিলিয়ে দিলেন মাস্কও।



সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করুন। কাছাকাছি দাঁড়াবেন না। অযথা বাড়ির বাইরে বেরোবেন না। নবান্নে ছবি এঁকে করোনা সতর্কতার বার্তা দিয়েছিলেন মমতা। বৃহস্পতিবার পোস্তা, জানবাজার, গড়িয়াহাটের মতো বাজারগুলোতে পরিদর্শনে বেরিয়ে সেই একই বার্তা দিলেন তিনি। সব্জি বিক্রেতার তিনি বললেন, দূরত্ব বজায় রাখলেই কোনও সমস্যা হবে না। আরও একধাপ এগিয়ে তিনি আধলা ইট দিয়ে এঁকে দিয়েছেন সুরক্ষা বলয়। সব্জি বিক্রেতাদের বোঝালেন, “কাছাকাছি এলেই এই রোগ ছড়িয়ে পড়বে। দূরে দূরে থাকতে হবে। মাস্ক, গ্লাভস ব্যবহার করতে হবে।”





গড়িয়াহাটে গিয়েও সব্জি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর পরামর্শ যে পাত্রে সব্জি দেওয়া হচ্ছে, তা যেন পরিষ্কার থাকে। একই সঙ্গে মমতার নির্দেশ, সব্জি বিক্রেতারা যেন হ্যান্ড গ্লাভস ব্যবহার করে কাজ করে।