ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, আপাতত বিপন্মুক্ত, জানালেন চিকিৎসকরা
Web Desk, ABP Ananda | 14 Aug 2019 02:18 PM (IST)
আজ সকালেই হাসপাতালে ভর্তি করা হয় সৌমিত্রকে। আপাতত অবস্থা স্থিতিশীল
কলকাতা: শ্বাসকষ্ট নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আইসিইউতে রাখা হয়েছে কিংবদন্তি অভিনেতাকে। সত্যজিৎ রায়ের পরিচালনায় ১৪টি সিনেমায় অভিনয় করেছিলেন ৮৪ বছরের সৌমিত্র। আড়াইশোর ওপর সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। বুধবার সকাল সাড়ে নটায় সৌমিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ফুসফুসে সংক্রমণ রয়েছে প্রবীণ অভিনেতার। সোডিয়াম-পটাসিয়ামের মাত্রাও কম। তবে চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্র বিপন্মুক্ত। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়েছে সৌমিত্রকে। চিকিৎসকরা নিয়মিত নজর রেখেছেন তাঁর শারীরিক অবস্থার দিকে। সৌমিত্রবাবু বিপন্মুক্ত। তাঁর প্রাণসংশয় নেই।' অভিনেতার মেয়ে পৌলমী বসু জানিয়েছেন, সৌমিত্রবাবু স্থিতিশীল।