কলকাতা:  সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।  পশ্চিমবঙ্গের উত্তরের এই জেলায় যাওয়ার জন্যে বহুদিন পর শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে (পদাতিক এক্সপ্রেস) সওয়ার হন ক্রিকেট এ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ শিয়ালদা পৌঁছলে, তাঁকে সেখানে ঘিরে ধরে একাধিক পুলিশ। তারপর স্টেশনে পৌঁছে ট্রেনে নিজের ফার্স্ট ক্লাস এসি কোচের দিকে এগোন বাংলার মহারাজ। কিন্তু সেখানে গিতে হতবাক দাদা দেখেন, আসনে বসে রয়েছে অপর এক যাত্রী।


এরপর সেই আসনকে কেন্দ্র করে ওই যাত্রীর সঙ্গে তর্ক শুরু হয় সৌরভের। প্রসঙ্গত, আসনটি কার, সেই নিয়েই বিতর্ক। বিভ্রান্তির মূলে ট্রেনের বাইরে টাঙানো যাত্রী তালিকা। সেখানে আসনটি বুক করা ছিল এস.গাঙ্গুলী নামে কোনও এক ব্যক্তির নামে। অবশেষে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে সরতে হয় অন্য কামরায়। দেখুন সেই ভিডিওটি



সিএবি প্রধান বালুরঘাট যাচ্ছিলেন সেখানে বিকাশ ময়দানে তাঁর মূর্তি উন্মোচনের জন্যে। মূর্তিটির উচ্চতা ৮ ফুট, তৈরি করেছেন শিলিগুড়ির ভাস্কর্য সুশান্ত পাল।