বিনা অনুমতিতে তৃণমূল নেতা মদন মিত্রর 'ভিডিওগ্রাফি', গ্রেফতার দুই বিজেপি কর্মী সহ তিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Sep 2020 08:51 AM (IST)
বিনা অনুমতিতে তৃণমূল নেতা মদন মিত্রর ভিডিওগ্রাফি করার অভিযোগ। বালিগঞ্জ থেকে গ্রেফতার দুই বিজেপি কর্মী সহ তিন।
কলকাতা: বিনা অনুমতিতে তৃণমূল নেতা মদন মিত্রর ভিডিওগ্রাফি করার অভিযোগ। বালিগঞ্জ থেকে গ্রেফতার দুই বিজেপি কর্মী সহ তিন। মদন মিত্রর দাবি, প্রয়োজনের কথা বলে দেখা করতে চেয়ে গতকাল বালিগঞ্জে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার অফিসে আসেন তিনজন। অভিযোগ, কথা বলার অছিলায় মোবাইলে তাঁর ভিডিওগ্রাফি করা শুরু হয়। বিষয়টি নজরে আসে মদন মিত্রর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর। পরে বালিগঞ্জ থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে।ধৃতরা বেলঘরিয়ার বাসিন্দা।