কলকাতা: ১৪-ঘণ্টা বন্ধ থাকার পর খুলল সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ। গেট খুলতেই মণ্ডপে দর্শনার্থীদের ভিড়।
নবমীর রাতে শর্ট-সার্কিট বিপত্তির পরই দর্শনার্থীদের জন্য আচমকা বন্ধ করে দেওয়া হল মধ্য কলকাতার অন্যতম নামি পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। পুলিশের দাবি, নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
গতকাল রাত ১২টা নাগাদ মণ্ডপে আচমকাই প্রচণ্ড শব্দ হওয়ায় দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঝাড়বাতি থেকে ধোঁয়া বার হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। শর্ট সার্কিট হওয়ায় এই বিপত্তি বলে জানিয়েছে দমকল।
এর পরই সবাইকে বের করে মণ্ডপে দর্শানার্থীদের ঢোকা বন্ধ করে দেয় পুলিশ। সামনে বসানো হয় ব্যারিকেড। এ নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়।
পুজো উদ্যোক্তাদের অভিযোগ, পুলিশ অন্যায়ভাবে পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢোকা বন্ধ করে দিয়েছে। উল্টোদিকে পুলিশ বলছে, দর্শনার্থীদের নিরাপত্তার দিকটি মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
কিন্তু উদ্যোক্তাদের দাবি, দক্ষিণ কলকাতার কোনও পুজো হলে এভাবে তা বন্ধ করত না পুলিশ। কেন এভাবে পুজো বন্ধ করা হল তা নিয়ে বিচারবিভাগীয় তদন্তও চেয়েছেন তাঁরা। আজ সকালেও মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান উদ্যোক্তারা।
অন্যদিকে, মণ্ডপ পরিদর্শনের জন্য পুলিশের তরফে চিঠি দেওয়া হয় দমকল এবং পূর্ত দফতরের সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগকে। সেইমতো আজ পরিদর্শনে যান আধিকারিকরা।
বিকেল ৩টে নাগাদ মেলে অনুমতি। তারপরই দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হয়।
নবমীর রাতে মণ্ডপে আগুন, ১৪-ঘণ্টা বন্ধ থাকার পর খুলল সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2017 09:19 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -