মঞ্চের উপরে হিন্দি গানের সঙ্গে চটুল নাচ! প্রকাশ্য রাস্তায় নাচের সঙ্গে নানান অঙ্গভঙ্গি! একঝলক দেখলে বোঝা দায়, এটাই না কি স্বাধীনতা দিবস উদ্যাপন। দর্শকদের মধ্যে থেকে টাকাও বিলোতে দেখা গেল! তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র হকার ইউনিয়ন এভাবেই ধুমধাম করে পালন করল ৭০তম স্বাধীনতা দিবস।
যদিও ক্যামেরা দেখে তড়িঘড়ি বদলে যায় ছবিটা। বন্ধ করে দেওয়া হয় চটুল নাচ। উদ্যোক্তাদের দাবি, তাঁরা প্রতিবছর এভাবেই পালন করেন স্বাধীনতা দিবস! এবিপি আনন্দের থেকে ঘটনার ছবি দেখে রীতিমতো ক্ষুব্ধ আইএনটিটিইউসি নেতা তথা বিদ্যত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, হকার সংগঠনের নেতা জগন্নাথ রায়কে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।
এভাবে প্রকাশ্য রাস্তায় চটুল নাচে স্বাধীনতা দিবস উদ্যাপন ঘিরে সমালোচনায় সরব বিভিন্ন মহল। অনেকেই বলছেন, উত্তরপ্রদেশ-বিহারের নানা জায়গায় এই ধরনের জলসা দেখা যায়। সেই গোবলয়ের সংস্কৃতির ছায়া এবার খাস কলকাতায়।