# কালীঘাটের বাড়ি থেকে বার হলেন মুখ্যমন্ত্রী। অল্প কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন সভামঞ্চে।
# বক্তৃতায় বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের। বললেন, ২০১৯, বিজেপি ফিনিশ।
#শুরু হল ২১ জুলাইয়ের জনসভা। ভিড়ে ঠাসা ধর্মতলা চত্বর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন। একটু পরেই বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার ২১ জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচির ২৫ বছর। তার ওপর সামনে ২০১৯-এর লোকসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সব মহল।
নোটবাতিল, জিএসটি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। এসব নিয়ে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতার পারদ চড়াচ্ছে বিরোধীরা। মোদী বিরোধী বৃহত্তর জোট গঠনের প্রক্রিয়াও চলছে। যার অন্যতম শরিক তৃণমূল নেত্রীও। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোটে বিপুল সাফল্যের পর এবার মমতার লক্ষ্য ২০১৯-এর লোকসভা ভোট। তার আগে শেষ ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি যাবতীয় আক্রমণ শানাবেন বিজেপিকে লক্ষ্য করে।
একুশে জুলাই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ধর্মতলায় আসছে তৃণমূল কর্মী ও সমর্থকদের মিছিল। সে জন্য কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। মৌলাসি থেকে এস এন ব্যানার্জি রোড বন্ধ রাখা হয়েছে, বন্ধ জওহরলাল নেহরু রোডের একাংশ। হাজরা থেকে বন্ধ এক্সাইড রোড, ডোরিনা ক্রসিং। চিত্তরঞ্জন অ্যাভেনিউয়েরও একাংশ বন্ধ আছে, গাড়ি ঘোরানো হচ্ছে বি বি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে। সিআইটি রোড ও দরগা রোডে তীব্র যানজট। মৌলালি, মল্লিকবাজার, পার্ক স্ট্রিটে ধীরে ধীরে চলছে গাড়ি। ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।