পৃথিবীর যে সব সুড়ঙ্গ সবচেয়ে বিপজ্জনক, হিমাচলপ্রদেশের অট টানেল সেগুলির একটি। ভারতের সবচেয়ে লম্বা রোড টানেল, ২.৮ কিলোমিটার। টানেল পার হতে লাগে প্রায় ৪ মিনিট।
সিমলা থেকে কুলু-মানালি যেতে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়কের ওপর এই অট টানেলকে এড়িয়ে যাওয়ার কোনও রাস্তা নেই। কিন্তু গুরুত্বপূর্ণ এই সুড়ঙ্গপথে প্রশাসনের উদাসীনতা চোখে পড়ার মতো। প্রায় অন্ধকার টানেলে দু’টো বড় বাঁক। উল্টো দিক থেকে হেডলাইট জ্বেলে গাড়ি এসে পড়লে এদিকের চালকের চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। পদে পদে দুর্ঘটনার আশঙ্কা। সব থেকে ভয়ঙ্কর বিষয় হল, টানেলের মাঝে দুর্ঘটনা ঘটলে, কোনও গাড়িই কোনও দিকে বেরোতে পারবে না। টানেল শেষ হলেই শুরু হয় কুলু জেলা। এখান থেকে কুলু শহর মাত্র ২৯ কিলোমিটার, মানালি ৬৯ কিলোমিটার।



আরও পড়ুন-

‘শিবালিক’-এ সূর্যোদয়: হিমালয়ের কোল বেয়ে খেলনা ট্রেনে কালকা থেকে সিমলা

সিমলার ডায়েরি (প্রথম দিন): মল রোড, দ্য রিজ, লোয়ার বাজার, গর্টন ক্যাসেল, স্টেট মিউজিয়াম’

সিমলার ডায়েরি (দ্বিতীয় দিন): অভয়ারণ্যে কৃষ্ণসার… কুফরির ঘোড়া…. বিশ্বের দীর্ঘতম হনুমান মূর্তি!

সিমলার ডায়েরি (তৃতীয় দিন): ভাইসরিগ্যাল লজ... মাশোবরার আপেল বাগান... পাহাড়ের মাথায় গল্ফগ্রিন...!