কলকাতা: কেউ চমকালে ভয় পাই না, বরং মাথা উঁচু করে চলি!
দিল্লি হোক বা কলকাতা। লাগাতার বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারা অব্যাহত রেখে শনিবার নজরুল মঞ্চে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ প্রদানের মঞ্চ থেকেও নাম না করে নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশে কড়া বার্তা দিলেন তিনি।
সেই সঙ্গে বিদ্বজ্জনদের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি।
এর আগে শুক্রবার তৃণমূলের কোর কমিটির বৈঠকেও মমতা দাবি করেন, যারাই বিজেপির বিরোধিতা করছে, সেই রাজনৈতিক দলের নেতৃত্বকে জেলে পোরার চেষ্টা হবে। আমাদেরও করবে। তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই।
একের পর এক ভোটে সাফল্যের পর এদিন সাধারণ মানুষের উদ্দেশেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, সরকার ভুল করলে কাজের সমালোচনা করুন। ভুল বুঝবেন না।
ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর ২০ মে বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান দেয় তৃণমূল সরকার। এদিন নজরুল মঞ্চে বঙ্গবিভূষণে সম্মানিত করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়, কবি নীরেন্দ্রনাথ নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শিল্পপতি ওয়াই সি দেবেশ্বর, চিকিৎসক ধীমান গঙ্গোপাধ্যায় ও রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি অরুণপ্রসাদ মুখোপাধ্যায়কে।
বঙ্গভূষণে সম্মানিত করা হয় চিকিৎসক অভিজিৎ চৌধুরী, বাংলাদেশের সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সহ ছ’জনকে।
ওপার বাংলার শিল্পীকে সম্মানিত করে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
চমকালে ভয় পাই না, মাথা উঁচু করে চলি! পুরস্কার বিতরণ মঞ্চ থেকেও নাম না করে মোদীকে বার্তা মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 May 2017 08:04 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -