কলকাতা:  কখনও পশ্চিমি ঝঞ্ঝা। কখনও নিম্নচাপ। শীতের গোড়াতেই দুয়ের দাপটে ঘনঘন মেজাজ বদল করছে আবহাওয়া। গতকাল পারদ ছিল ঊর্ধমুখী। আজ তা ফের নেমেছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। কুয়াশার দাপট থাকায় ঠাণ্ডা অবশ্য তেমনভাবে টের পাওয়া যাচ্ছে না। এবারের বড়দিন উষ্ণ হওয়ার সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।