কলকাতা:  মকর সংক্রান্তির সময় কনকনে ঠাণ্ডা থাকলেও, গত কয়েকদিনে পারদ সামান্য ঊর্ধ্বমুখী। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে ফের নামবে পারদ। তবে তা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে।