বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, এর জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2017 07:40 PM (IST)
কলকাতা: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত। যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। জানাল আলিপুর আবহাওয়া দফতর। দিনভর মেঘলা আকাশ৷ সঙ্গে দফায় দফায় বৃষ্টি৷ আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আকাশ ছিল মেঘলা। মাঝে মধ্যে হালকা রোদের দেখা মিললেও দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে শহর। কলকাতার পাশাপাশি এদিন বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে যায়। রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় বিকেলের ব্যস্ত সময় যানজটেও পড়েন নিত্যযাত্রীরা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়া স্থানীয় ভাবে বর্জ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টি সম্ভাবনা। কলকাতার পাশাপাশি বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা কমারও পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।