কলকাতা:  উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। এর ফলে বাতাসে জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তার জেরে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের নানা জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকে বৃষ্টি শুরু জলপাইগুড়িতে।