দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস,উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্ক বার্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2018 08:25 AM (IST)
কলকাতা: আজ ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্কতা। আজ দুপুর থেকে আগামীকাল রাত পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। পাশাপাশি, এই সময়ের মধ্যে পর্যটকদেরও সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ুর সমুদ্র সৈকতে ওয়াটার স্পোর্টস বন্ধ রাখার নির্দেশ। আবহাওয়া দফতর জানিয়েছে, অসম থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। তবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।