কলকাতা: চৈত্রের শেষেই মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। গতকাল তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি। আজ আরও এক ডিগ্রি বাড়ার সম্ভাবনা। সব মিলিয়ে এপ্রিলেই রেকর্ড গরম। গত ১০ বছরে এপ্রিলে পারদ এতটা ওপরে ওঠেনি। আজও কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজায় থাকবে তাপপ্রবাহের সতর্কতা। তীব্র তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমাঞ্চলে। কলকাতার পাশাপাশি, শেষ চৈত্রে পুড়ছে জেলাও। গতকাল মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২, স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। বহরমপুরে পারদ উঠেছিল ৪২ দশমিক ৬ ডিগ্রিতে, স্বাভাবিকের চেয়ে যা ৫ ডিগ্রি বেশি। শ্রীনিকেতন ৪৩ দশমিক ৬, স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। কৃষ্ণনগরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বাঁকুড়ায় ৪৫ দশমিক ২, স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি এবং ডায়মণ্ডহারবারে গতকাল তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৬, স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি বেশি।