কলকাতা:  বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ সরে যাচ্ছে বাংলাদেশের দিকে। ফলে রাজ্যের সর্বত্র পারদ নামার ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। তবে ঘূর্ণাবর্ত সরে গেলও বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে। ফলে ভোরের দিকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাজ্যের প্রায় সমস্ত এলাকা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি না হলে আগামী ২-৩ দিনে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। পূর্বাভাস আবহাওয়া দফতরের।