কলকাতা:  পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরি না কাটলেও পারদ নেমে যাওয়ায় স্বাভাবিকের ঘরে পৌঁছেছে কলকাতার তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় পারদ নেমে যাওয়ায় শীতের অনুভূতি রয়েছে। শ্রীনিকেতনে ৯.৮ ডিগ্রি, কৃষ্ণনগরে ১০.৮ ডিগ্রি এবং কোচবিহারের পারদ নেমেছে ১২.২ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বাঁকুড়া এবং আসানসোলে ১২.৫ ডিগ্রি, জলপাইগুড়িতে ১২.৯ ডিগ্রি, দিঘায় ১৩.৪ ডিগ্রি এবং বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়া ভালভাবে ঢুকতে পারছে না এই রাজ্যে। ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে। এই পরিস্থিতি না বদলালে আগামী বছরের শুরুতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। পূর্বাভাস আবহাওয়া দফতরের।