কলকাতা: ফের নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭। টানা ন’দিন ১২ ডিগ্রির নীচে রইল পারদ। পুণ্যস্নানের সময় সাগরে থাকবে হাড় কাঁপানো ঠান্ডা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত থাকলেও কলকাতার পারদ স্বাভাবিকের নীচেই থাকবে আগামী কয়েকদিন।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।এই নিয়ে টানা ৯ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে রইল।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ছিল ১১ দশমিক ৫। আর বুধবার পারদ নেমেছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।
কলকাতার পারদ টানা ৯ দিন ধরে ১২ ডিগ্রির নীচে। জেলাতেও অব্যাহত ঠান্ডার দাপট।
দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং ৭ ডিগ্রি, জলপাইগুড়ি ১১, কোচবিহার ১২, আলিপুরদুয়ারে ১২ ডিগ্রি সেলসিয়াস।
রায়গঞ্জ, বালুরঘাটের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস, মালদা ১২, সিউড়ি- ১০, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বারাসাতে ১১ ডিগ্রি সেলসিয়াস।
দুর্গাপুর, বর্ধমানের পারদ ৯ ডিগ্রিতে দাঁড়িয়ে। বাঁকুড়া ১০ ডিগ্রি, পুরুলিয়া ১০ ডিগ্রি, মেদিনীপুর ১১ এবং তমলুক ও ডায়মন্ড হারবারের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, হুগলির সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, হাওড়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস।
ফের নামল পারদ, আজ কলকাতা ১১.৭, পুণ্যস্নানের সময় সাগরে থাকবে হাড় কাঁপানো ঠান্ডা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jan 2018 09:17 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -