কলকাতা: বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের কারণে কলকাতার বায়ুমণ্ডলে রয়েছে জলীয় বাষ্পের আধিক্য। যার জেরে গত ২ দিনের মতো আজও শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। পৌষ সংক্রান্তি থেকেই তাপমাত্রা ১২-র ঘরে থাকায় ঠান্ডার দাপট কিছুটা কমেছে। তবে সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গোটা শহর। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও কুয়াশার দাপট থাকবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
তবে কলকাতার তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তর এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট অব্যাহত। আজ দার্জিলিঙে পারদ রয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া কালিম্পঙে ৬, পুরুলিয়ায় ৮ এবং বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমান, দুর্গাপুর ও মেদিনীপুরে পারদ ছুঁয়েছে ১০ ডিগ্রিতে। ১১ ডিগ্রি তাপমাত্রা রয়েছে জলপাইগুড়ি, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বারাসত, তমলুক, হাওড়া ও হুগলিতে। বালুরঘাট, মালদা, কোচবিহার ও ডায়মন্ডহারবারের পারদ নেমেছে ১২ ডিগ্রিতে। অন্যদিকে আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে পৌঁছেছে।
ঘূর্ণাবর্তের জেরে কলকাতায় কুয়াশার দাপট, তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে জেলায় ঠান্ডা অব্যাহত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jan 2018 09:57 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -