কলকাতা: বাংলাদেশ-হরিয়ানায় জোড়া ঘূর্ণাবর্ত। রাজ্যে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। বর্ষণে ভিজল শহর। আগামী ৩ দিনও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস মতো কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় শুরু হল ঝড়বৃষ্টি। বুধবার ভোর থেকেই কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয় পার্শ্ববর্তী আরও একাধিক জেলায়।
ভোররাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী এক থেকে দু ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েয়েছ হাওয়া অফিস।
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল আগামী তিন চারদিন ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ওই পূর্বাভাস জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে। কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে রাজ্যে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সেইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরের নিম্নচাপ একই জায়গায় অবস্থান করছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আপাতত চারদিন ওই এলাকাতেই নিম্নচাপ অবস্থান করবে এমনটাই অভিমত আবহাওয়াবিদদের।