কলকাতা: আংশিক মেঘলা আকাশ। ফের কলকাতায় ঊর্ধ্বমুখী পারদ। গতকালের তুলনায় ২ ডিগ্রি বাড়ল তাপমাত্রা।


আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামীকাল ফের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা।


অন্যদিকে, এই মুহুর্তে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় নিভার। আজ রাতে পুদুচেরি ও তামিলনাড়ু উপকূলের কাছে তা আছড়ে পড়তে চলেছে।


ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। ইতিমধ্যেই তামিলনাড়ুতে শুরু হয়েছে ভারী বৃষ্টি।


আবহাওয়া দফতরে জানিয়েছে, এ রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না।