কলকাতা:  এগারোর ঘরে নামল কলকাতার তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টা প্রায় একই রকম থাকবে ঠান্ডা। জেলার তাপমাত্রা থাকবে দশ থেকে ১১ ডিগ্রির মধ্যে।  উত্তরবঙ্গে ৩দিন ঘন কুয়াশার সতর্কতা।


বুধবারের তুলনায় আজ প্রায় ১ ডিগ্রি নেমেছে কলকাতার পারদ। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বুধবার পারদ ছিল ১২.৫ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা একই থাকবে কলকাতার তাপমাত্রা। পারদ থাকবে ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে। জেলার তাপমাত্রা থাকবে ১০ থেকে ১১-র মধ্যে। উত্তরবঙ্গে আগামী ৭২ ঘণ্টা থাকবে শীতল দিন।

টানা ৪ দিন ১২ ডিগ্রিতে আটকে ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।পারদ নামার পাশাপাশি কুয়াশার দাপটও কিছুটা কমেছে। তবে উত্তুরে হাওয়া বজায় থাকায় রাজ্যে আগামী কয়েকদিন শীতের অনুভূতি থাকবে।