২৪ এপ্রিল ২০১৬—৩০ এপ্রিল ২০১৬

আলোচ্য সপ্তাহে রাশিচক্রে গ্রহ সমাবেশ যথা— চন্দ্র, মেষে। রবি ,মীনে।মঙ্গল বৃশ্চিক। বুধ মেষে।বৃহপতি বক্রি সিংহ । শুক্র মিনে। শনি বক্রি বৃশ্চিক। রাহু সিংহ। কেতু মীনে। তিথি তৃতিয়া থেকে দশুমি তিথি।

মেষ
সপ্তাহের প্রথম দিনটা শরীরের কোনও অঙ্গে যন্ত্রণা নিয়ে কাটাতে হবে এবং তার জন্য কর্মস্থানে কোনও প্রকার অসুবিধা হতে পারে। দূরের কোনও আত্মীর বাড়িতে ভ্রুমণের আলোচনা হতে পারে। তবে, এ সপ্তাহে উত্তর দিকে যাবেন না। ব্যবসায় কোনও নতুন কিছু হতে পারে। মা-বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। শিবের মাথায় জল দিন।
বৃষ
সপ্তাহের প্রথম দিন কোনও নতুন লোকের সঙ্গে আলাপের দ্বারা উপকার হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে কর্মস্থানে ব্যাঘাত ঘটতে পারে। ব্যবসার দিকে মধ্য ভাগটা ভাল যাবে। শেষের দিকে একটু চাপ আসতে পারে। নতুন কোনও পরিকল্পনা এ সপ্তাহে করবেন না বাড়িতে কোনও নতুন অতিথি আসতে পারে। দাম্পত্য জীবন একটু চাপের ভিতর দিয়ে যাবে। পিতার কোনও টাকাপয়সা নিয়ে অশান্তি বাধতে পারে। চন্দ্রের উদ্দেশে পুজো দিন।
মিথুন
সপ্তাহটি ভালই যাবে। তবে মাথার যন্ত্রণাতে কষ্ট পেতে হবে। সপ্তাহের মধ্য ভাগে কোনও ভাল সংবাদ বাড়িতে আসতে পারে। কোনও জায়গায় অর্থ বিনিয়োগ না করাই ভাল। ব্যবসার জন্য সপ্তাহটি খুব খারাপ বলা যাবে না। কর্মচারী নিয়ে কোনও জটিলতা আসতে পারে। চাকুরিজীবীদের চাপ বাড়বে। শরীরের সমস্যা থেকে একটু মুক্তি লাভ হতে পারে। বন্ধু দ্বারা ক্ষতি, সাবধান। তুলসী গাছে জল দিন।
কর্কট
শরীরের দিক দিয়ে সপ্তাহটি ভালই যাবে। তবে যাঁদের চোখের সমস্যায় ভোগেন তাঁদের একটু কষ্ট পেতে হবে। পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। অর্থ ভাগ্য ভাল। ব্যবসার নতুন দিক খুলতে পারে। প্রতিবেশীর সহ্গে একটু দূরত্ব রেখে চলুন। কর্মস্থান থেকে ভাল আয় আসতে পারে। প্রেমের দিকে এ সপ্তাহে নতুন কিছু খবর পাবেন। সন্তানকে নিয়ে বাড়িতে অশান্তি বাধতে পারে। পয়সার ব্যাগে সব সময় রূপোর টুকরো রাখুন।
সিংহ
সপ্তাহের প্রথম দিকে ভাল থাকলেও শেষের দিকে একটু অশান্তি ভোগ করতে হবে। ব্যবসায় মহাজনের সঙ্গে অশান্তি বাধতে পারে। অর্থ স্থান ঠিক থাকবে। কাউকে কথা দেবেন না। দাম্পত্য জীবন সুখ-দুঃখ নিয়ে চলবে। সন্তানের ভাল খবরে মনের আনন্দ। পিতা-মাতার যে কোনও এক জনকে নিয়ে চিন্তা বাড়বে। পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার আলোচনা। বাড়িতে কোনও কারণে শোকের ছায়া আসতে পারে। গলায় রূপোর চেন পরতে পারেন।
কন্যা
এ সপ্তাহটি খুব ভাল বলা যাবে না। শরীর নিয়ে কষ্ট পেতে হবে এবং অনেক খরচ বাড়বে। রাস্তাঘাটে খুব সাবধানে চলা ফেরা করা দরকার। পরিবারে আপনার কারণে কোনও প্রকার অশান্তি আসতে পারে। কর্ম স্থানে কোনও প্রতিকূল অবস্থার ভিতর পড়তে হতে হবে। কোনও মহৎ ব্যক্তির জন্য ধর্মের প্রতি আগ্রহ বাড়বে। স্ত্রী-র জন্য কোনও কারণে অর্থ ব্যয় হতে পারে। সন্তানের মতিগতি নিয়ে চাপ বাড়তে পারে। কোনও ঠান্ডা জাতীয় ফল দান করুন।
তুলা
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে। ব্যবসার দিকে ভাল ফলের আশা করতে পারেন, যাঁরা চাকরি করেন একটু সাবধানে ও বুঝে কথা বলুন। শত্রু কোনও ক্ষতি করতে পারে। কোনও মহিলার দ্বারা উন্নতি লাভ। প্রেমের জন্য খুব ভাল সময়। পাড়ার লোকের কথায় সংসারে অশান্তি। একাধিক উপায়ে অর্থ লাভ হতে পারে। সপ্তাহের শেষে কোনও ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। প্রবাহ জলে ধান ভাসান।
বৃশ্চিক
সপ্তাহটি ভাল খারাপের ভিতর দিয়ে কাটবে, বেশি পরিশ্রমের জন্য শরীরে চাপ বাড়তে পারে। সংসার খরচ বেশি হওয়ার জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। গুরুজনের জন্য চিন্তা ও খরচ বৃদ্ধি। স্ত্রী-র সঙ্গে ভাল সম্পর্ক থকবে না। দাদা-ভাইয়ে কোনও কারণে অশান্তি বাধতে পারে। অপ্রিয় সত্য কথার জন্য প্রিয়জন মুখ ঘুরিয়ে নিতে পারে। স্নায়ুপীড়াতে নজর দিন। সমাজের কোনও কাজে সময় ব্যয় করুন। কালি মন্দিরে পুজো দিন।
ধনু
পরিবারে কোনও নতুন লোকের আগমন। পিতা অথবা গুরুজন ব্যক্তির শরীর নিয়ে চিন্তা। কর্মস্থানে সাফল্য লাভ হবে। ব্যবসার দিকে কোনও বড় ব্যক্তিকে নিয়ে অযথা অশান্তি। বাড়িতে স্ত্রী-র পরামর্শে অশান্তি থেকে মুক্তি পেতে পারেন। কলাবিদ্যায় সাফল্য লাভ। প্রেমের দিকে বাধা পড়তে পারে বা বদনাম হওয়ার যোগ। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে চিন্তা করুন। সন্তানকে ভাল করে বোঝান। সকালে দুর্গাকে প্রণাম করুন।
মকর
সপ্তাহের প্রথম দিকে পরিবারে কোনও সমস্যা থাকলেও শেষের দিকে একটু পরিবেশ পাল্টাবে। মাতা-পিতার সঙ্গে আলোচনা করে তবে কর্মস্থানে নতুন কিছু শুরু করুন। দাম্পত্য জীবনে অপর কাউকে নিয়ে অশান্তি। কোনও ভুল কাজ করবার জন্য মনে মনে অনুতাপ। কারও কোনও কিছু উপকার করে কিছু আশা করবেন না। প্রিয়জনের সঙ্গে বিবাদের জন্য মনের শান্তি নষ্ট। ব্যবসার দিকে আয় বাড়বে। পাওনা টাকা আদায় হতে পারে। গণেশ পুজো করুন।
কুম্ভ
সপ্তাহের প্রথম দিকে কোনও শত্রুর দ্বারা অশান্তি বাধতে পারে। আত্মীয়ের সঙ্গে কোনও প্রকার বিবাদে যাবেন না। প্রেমিকাদের জন্য প্রচণ্ড বাধা আসতে পারে। রাস্তাঘাটে কোনও অপর ব্যক্তি নিয়ে ডাক্তার খরচ হতে পারে। বিদেশে যারা বসবাস করেন, তাঁদের সঙ্কট আসতে পারে। ছোট কারণে মাথা গরম করে নিজের শরীর নষ্ট না করা ভাল হবে। মামার বাড়ির সঙ্গে বিবাদ মিটে যাবে। নিজের কজের দায়িত্ব নিজে বহন করুন। বগলা দেবীর পুজো দিন।
মীন
সপ্তাহের মাঝামাঝি সমায় থেকে শরীর নিয়ে চিন্তা। সংসারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতা মাতার সঙ্গে মতের অমিল। নতুন কোনও উপহার আসতে পারে। প্রেম-প্রণয়ে বদনাম আসতে পারে। বেশি বিতর্কে যাবেন না। চাকরির জায়গায় উঁচু ব্যক্তির সঙ্গে বিবাদ। বিপন্নকে সাহায্য করতে গিয়ে হাসির পাত্র হতে হবে। ব্যবসায় আয়ের থেকে ব্যয় বেশি হবে। মহিলা থেকে বিপদ আসতে পারে। সাধু জনকে আহার করান শান্তি পাবেন।