২২ মে ২০১৬— ২৯ মে ২০১৬


রবি ,বৃষে । চন্দ্র ,বৃশ্চিকে ।মঙ্গল বক্রি ,বৃশ্চিকে। বুধ, মেষে । বৃহস্পতি, সিংহ। শুক্র ,বৃষে ।শনি বক্রি বৃশ্চিকে । রাহু সিংহ ।কেতু কুম্ভে । তিথি প্রতিপদ থেকে সপ্তমীর দিকে ।


মেষ

পারিবারিক অর্থ ব্যয়ের জন্য অশান্তি ও মানসিক চাপ বৃদ্ধি । শত্রু আপসের প্রস্তাব দিতে পারে, বুদ্ধি করে এগোন, সাফল্য আপনার দিকেই । সামাজিক সম্মান বাড়বে। সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়েএকটু চিন্তা ও খরচ বৃদ্ধি, সন্তানের মতিগতি নিয়ে চিন্তা । সংসারে অনেক অতিথি আগমন হতে পারে। হলুদ দান করুন।
বৃষ

সপ্তাহটি খুব সাবধানে চলুন সম্মানহানির যোগ বিদ্যমান ।প্রথম কটাদিন দুশ্চিন্তা ভিতর দিয়ে কাটবে কিন্তু শেষের দিকে পরিবর্তন দেখা দেবে। ব্যবসার দিকটা ভাল না হওয়াতে বেশি টাকা পয়সা বিনিয়োগ করা ভাল হবেনা। তৃতীয় ব্যক্তির কারণে পারিবারিক অশান্তি বৃদ্ধি। লোহার আংটি ব্যবহার করুন।


মিথুন

প্রথম দিনটা উচ্চাশার ভিতর দিয়ে যাবে। বিবাহিত জীবন সুখ শান্তির ভিতর দিয়ে কাটবে, সপ্তাহের শেষের দিকে শত্রু কোন প্রকার প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। গুরুজনের ব্যবহারে মনের চাপ বৃদ্ধি। ভাল কাজের জন্য সমাজে সুনাম বাড়বে। অপরের বিবাহের ব্যপারে আলোচনা। কালো তিল দান করুন।


কর্কট

সপ্তাহের প্রথম দিনে কোন খারাপ সংবাদ কানে আসতে পারে। অর্থ লাভের দিক দিয়ে খুব ভাল সময়। ব্যবসা সাফল্য লাভ আছে। পুরনো পারিবারিক সমস্যা সপ্তাহের মধ্যভাগে মিটে যেতে চলেছে। কোন নতুন বন্ধু বান্ধবী আসতে চলেছে। ন্যায্য পথে চলার জন্য আপনার কর্মস্থানে বিরোধ বা শত্রুতা তৈরি হতে পারে। হলুদ মিষ্টি দিয়ে পুজা দিন।


সিংহ

সপ্তাহের প্রথম দিনটি সকল কাজে সাফল্য লাভের জন্য খুব ভাল দিন। মধ্য ভাগে শরীর নিয়ে একটু খরচ ও কষ্টর ভিতর দিয়ে যাবে। প্রতিবেশীদের সাথে অশান্তির কারণে মানসিক চাপ বাড়বে, ব্যবসার দিকে খুব ভাল ফলের আশা করা যাবে না। সন্তানের জন্য মনে আনন্দ থাকবে। পাওনা ভাগ্য ভাল সূর্য পুজা দিন সকাল বেলা।


কন্যা

সপ্তাহের প্রথম দিকে মানসিক শান্তি ঠিক থাকলেও শেষের দিকে একটু বিঘ্ন ঘটতে পারে। বাড়িতে অতিথি আগমনের জন্য সুন্দর খাবার ব্যবস্থা। নতুন বস্ত্র উপহার আসতে পারে। তবে ব্যয় বেশি হওয়াতে সঞ্চয় কম হবে প্রেমিক-প্রেমিকার অশান্তির কারণে মনে কষ্ট বৃদ্ধি পাবে । রুপোর জিনিষ ব্যবহার করুন।


তুলা

বন্ধু বান্ধবের সঙ্গে মেতে গিয়ে কোন কাজ করবেন না বিপর্যয় আসতে পারে। নানা দিক দিয়ে অর্থ কষ্ট তৈরি হবে কিন্তু সপ্তাহের শেষের দিকে একটু আশার আলো দেখা দিতে পারে। হাড়ের ব্যথায় কষ্ট বাড়তে পারে। কলাবিদ্যায় সাফল্য লাভ। বাড়িতে অনেক লোকের আগমন। সবুজ রঙের জামা কাপড় ব্যবহার করুন।


বৃশ্চিক

শারীরিক অসুস্থতার নিয়ে সপ্তাহের প্রথম দিনগুলো কেটে যাবে। নতুন কোন জিনিস পত্র কেনার জন্য অর্থ খরচ বাড়বে। পিতার শরীর নিয়ে খরচ বাড়তে পারে ও মানসিক চাপ বৃদ্ধি পাবে। উদ্যমের অভাবে ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। পারিবারিক চাপ বাড়বে। প্রতিদিন সূর্য প্রনাম কর।


ধনু

সপ্তাহের প্রথম দিনগুলি অর্থ আগমনের ভাল ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গলার উপরে কোন অংশে রোগ নিয়ে ভুগতে হবে। স্বামী-স্ত্রীয়ের সম্পর্ক ভাল খারাপের ভিতর দিয়ে কাটবে। প্রভাবশালী ব্যক্তির সাহায্যে কর্মস্থানে জটিলতা কেটে যাবে। ভাই-বোনে সম্পত্তি নিয়ে অশান্তি। চন্দ্রদেবের উদ্দেশে প্রণাম করুন।


মকর

আজ কোন প্রিয় জনের সাথে দিন কাটানোর জন্য মনে আনন্দ থাকবে। কর্মস্থানে গোলযোগ বাধতে পারে। সুযোগ সন্ধানী লোকের থেকে খুব সাবধান থাকুন। আইন থেকে একটু দূরে থাকুন শরীর নিয়ে একটু চিন্তা করুন। সমাজ সেবামূলক কাজে মনের আনন্দ বাড়বে। সন্তান নিয়ে আনন্দ। শিব লিঙ্গে একটু জল দিন।


কুম্ভ

শারীরিক দিক দিয়ে সুস্থ থাকলেও সপ্তাহে শেষের দিকে পেট নিয়ে একটু সমস্যা আসবে। ব্যবসার দিক দিয়ে সময়টি ভাল গেলেও খুব বুঝে টাকা পয়সা নিয়োগ করুন। দাম্পত্য জীবনে সুখ বজায় থকবে। সপ্তাহের শেষের দিকে ভাল ভ্রমণের যোগাযোগ হতে পারে। বাচ্চাদের লজেন্স বা চকোলেট দান করুন।


মীন

সপ্তাহের প্রথম দিন কর্মে অমনোযোগের জন্য ভালো কর্ম হাতছাড়া হতে পারে। বহু দিনের পুরনো পারিবারিক সমস্যা মিটে যাবে। অর্থ লাভের সম্ভাবনা। সপ্তাহের মধ্য ভাগে প্রেম প্রণয়ের দিক দিয়ে ভাল সময়। কোন নতুন বন্ধুর সাথে যোগাযোগ। সন্তান নিয়ে চিন্তা । তুলসী গাছে জল দিন।