মেষ
সপ্তাহের প্রথম দিকে প্রেমের জন্য চিন্তা বাড়তে পারে। শুভ কোনও কাজের জন্য যোগাযোগ, পিতার সাহায্যে ব্যবসার উন্নতি। পড়ে থাকা কাজগুলো করে ফেলুন। কোনও আত্মীয়র জন্য বাড়িতে অশান্তি বাঁধতে পারে। পাওনা টাকা পেতে পারেন কিন্তু একটু বেগ পেতে হবে। অপরের উপর কোনও কাজের দায়িত্ব দিলে ঠিক হবে না। স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে।সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। বস্ত্র দান করুন।
বৃষ
বিবাহের জন্য বাড়িতে আলোচনা চলতে পারে। প্রথম দিকে শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। স্ত্রীর জন্য চিকিৎসার খরচ বৃদ্ধি। পিতা-মাতাকে নিয়ে তীর্থ ভ্রমণের সম্ভাবনা। নতুন কোনও কাজের ব্যবস্থা হতে পারে। বয়েসে বড় কোনও ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। কোনও মহিলার কারণে বিপদে পড়তে পারেন। মধ্যভাগে কোনও সমস্যা চিন্তা বাড়াবে। পরিবেশকে মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসা ও স্ত্রীর ভাগ্য ভাল। আপনি তিল দান করুন।
মিথুন
এ সপ্তাহে কোনও কাজের জন্য বাইরে যেতে হতে পারে। ডাক্তারের জন্য খরচ বাড়তে পারে। পিতা-মাতার সেবার জন্য মনে আনন্দ বাড়তে পারে। কোনও নতুন ব্যবসার যোগাযোগ হতে পারে। বাড়িতে ভাল কোনও খবর আসতে পারে। সংসারের জন্য মন কষ্ট বাড়তে পারে। ব্যবসার জন্য ভাল খবর আশা করতে পারেন। সন্তানের কোনও কাজের ব্যবস্থা, স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমণ। বড় ঠাকুরের পুজোতে ডাব দান করুন।
কর্কট
সপ্তাহের প্রথম দিকে বাড়ির কোনও কাজের জন্য ব্যস্ত হতে হবে। ব্যবসার ক্ষেত্রে খুব ভাল পরিবর্তন আসতে পারে। কোনও অশান্তি পুলিস পর্যন্ত যেতে পারে, দরকারি কোনও কাজ নিজে করুন। স্ত্রীর সঙ্গে আলোচনা করে কোনও কাজ করুন। কর্মস্থলে নতুন কাজের জন্য চাপ বাড়তে পারে। হিসাব করে না চললে ঋণ হতে পারে। সন্তানের কোনও কাজের জন্য মনের শান্তি। প্রেমের জন্য অপরের সঙ্গে অশান্তি। শত্রুনাশের জন্য বগলা দেবীর পুজা দিন।
সিংহ
বাড়িতে অনেক আত্মীয় বাড়তে পারে। শরীরের দিকে নজর দিন কোনও রোগের ইঙ্গিত পেলে তাড়াতাড়ি ব্যবস্থা করুন না হলে সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। কাজের জন্য নতুন কোনও ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। বাড়ির গুরুজনের সঙ্গে স্ত্রীর কারণে কোনও বিবাদ হতে পারে। আইনি কোনও ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। দূরে ভ্রমণের আলোচনা হতে পারে। বাড়িতে নতুন কোনও কাজের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ। বাড়ির শান্তির জন্য নারায়ণ পুজা দিন।
কন্যা
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। তার জন্য খরচের পরিমাণ বাড়তে পারে। গুরুজনের জন্য চিন্তার পরিমাণ বাড়তে পারে। ভুল কথা বলবার জন্য কোন অশান্তি। পিতার সঙ্গে কোনও আলোচনায় উন্নতি। কাজের স্থানে উপযুক্ত সন্মান লাভ করতে পারেন। কর্মচারী নিয়ে সমস্যা। প্রয়োজনীয় কোনও কাজের জন্য লোক পাবেন না। কোনও মহিলার কারণে বিবাদ হতে পারে, বিপদ মুক্তির জন্য দুর্গা দেবীর পুজা করুন।
তুলা
চাকুর সংক্রান্ত কোনও সমস্যার সমাধান হতে পারে। শরীরের উপর চাপ বাড়তে পারে। কোনও মনের মতো ব্যক্তির সঙ্গে সারাদিন থাকার জন্য আনন্দ বৃদ্ধি। সংসারিক জীবনে শান্তির পরিমাণ বাড়তে পারে। ব্যবসার জন্য কোনও নতুন যোগাযোগ। মধ্যভাগে কোনও অচেনা ব্যর্কির সঙ্গে বিবাদ। মানসিক উত্তেজনা বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে কোনও অশান্তি অনেক দূর যেতে পারে। লটারি প্রাপ্তির সম্ভাবনা। শুভ সংখ্যা ৩,৮,১৫,১৮ এরং শুভ বার শুক্র বার।
বৃশ্চিক
সপ্তাহের প্রথমে কোনও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রচুর খরচ হতে পারে। শরীরে কোনও রোগের জন্য বড় চিকিৎসকের পরামর্শ গ্রহণ। অর্থিক ব্যবস্থার জন্য চাপ বাড়বে।বাড়িতে কোনও কাজের জন্য প্রতিবেশীর সঙ্গে বিবাদ, চাকরি স্থলে কোনও নতুন লোকের সঙ্গে পরিচয় বাড়তে পারে। মধ্যভাগে সব দরকারি কাজ গুলো শেষ করে ফেলুন। সন্তানের জন্য কোনও নতুন কর্মের খবর আসতে পারে। কর্মসূত্রে দূরে ভ্রমণ। দীক্ষাগ্রহণ করুন সুফল পবেন।
ধনু
প্রথমদিকে কোনও আত্মীর সঙ্গে বিবাদের জন্য মন কষ্ট বৃদ্ধি। গান-বাজনার দিক দিয়ে খুব ভাল সুযোগ পাবেন। প্রিয়জনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। শত্রুর সঙ্গে আপসে আপাতত শান্তি। সন্তানের চালচলনে মানসিক অশান্তি বৃদ্ধি। দীর্ঘ প্রতীক্ষার পরে ব্যবসার দিকে উন্নতি। মধভাগে উদ্দমের অভাবে একাধিক পথে আয় বন্ধ হতে পারে। পেটের সমস্যার জন্য কাজ বন্ধ হবে। স্ত্রীর সঙ্গে অশান্তি। ঈশান কনে তুলসী গাছ লাগান।
মকর
সপ্তাহের প্রথম দিকে অর্থ সমস্যা বাড়তে পারে। শরীরের কষ্ট অনেকটা কমতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও কাজের ব্যঘাত। বাড়িতে বহু ব্যক্তির সমাগম। সন্তানের জন্য চিন্তা ও অশান্তি। বন্ধুর পরিমাণ বাড়তে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। মামলার দিকে সুফল মিলবে। কোনও বন্ধুর বিপদে পাশে থাকার আনন্দ। দূরে আত্মীয় বাড়িতে যাবার আলোচনা। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। ফটকা ব্যবসা বা লটারিতে বিপদ।
কুম্ভ
সপ্তাহের প্রথম দিকে সমাজের কোনও কাজের জন্য ব্যস্ত হতে হবে। সন্তানের লেখাপড়ার জন্য খরচ বাড়তে পারে। শত্রুর শক্তি ক্ষয়ে মনের আনন্দ। আইনজীবীদের শুভ সময়। ব্যবসার জন্য ঋণ বাড়তে পারে। কলা বিদ্যায় সাফল্য লাভ। বাড়িতে চুরি হতে পারে । প্রেমের জন্য ত্যগ স্বীকার। বিবাহের জন্য আলোচনা। তর্ক থেকে সাবধান। কর্তব্য পালনে ভুল থাকার জন্য উচ্চব্যক্তির কাছে অপমান। শত্রু কমাতে বগলা দেবীর পুজা দিন।
মীন
কর্মস্থলে অতিরিক্ত পরিশ্রম ও দায়িত্ব বাড়তে পারে। অপর কোনও ব্যক্তির জন্য বাড়িতে অশান্তি। মূত্রাশয় জনিত রোগ বৃদ্ধি। কিছু দান করবার জন্য মনের আনন্দ। সম্পত্তি নিয়ে ভাই-বোনে আলোচনা। প্রিয় বন্ধুর কাছ থেকে বিরাট আঘাত আসতে পারে।বক্তা হিসাবে সুনাম বৃদ্ধি। পরিবারের নতুন অতিথির আগমন। সাধু সেবায় মনের শান্তি। স্ত্রীর চাহিদা পূরণে নাজেহাল অংশীদারী ব্যবসায় সুফল মিলবে । গুরুদেবের কাছে কিছু দান করুন ।