১৮ সেপ্টেম্বর ২০১৬ - ২৪ সেপ্টেম্বর ২০১৬
রবি – কন্যা। চন্দ্র – মীন। মঙ্গল –ধনু। বুধ – সিংহ। বৃহস্পতি – কন্যা। শুক্র – তুলা। শনি – বৃশ্চিক। রাহু – সিংহ। কেতু – কুম্ভে। তিথি দ্বিতীয়া থেকে অষ্টমী।

মেষ
অচেনা ব্যক্তি নিয়ে সংসারে অশান্তি। পরিবারে শান্তি রাখতে চেষ্টা করতে হবে। ব্যবসায় শত্রুর কারণে অসুবিধা। শেষের দিকে ব্যবসা ভাল যাবে, বাড়তি টাকা পয়সা বিনিয়োগ করতে পারেন। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য বহু লোকের আগমন। সন্তানের কোন ভাল কাজ নিয়ে গর্ব বোধ। পরিবারে স্ত্রীয়ের উপর কাজের চাপ বাড়বে। ভাই বোনের জন্য কোন প্রকার চাপ বহন করতে হতে পারে। কুমারী মেয়েদের মিষ্টি দিন। এটি দুর্গা পুজায় অষ্টমীর দিন আবার করুন, ভাল ফল পাবেন।

বৃষ
কর্মস্থানে গুরুজনদের কারণে সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায় মাথা ঠাণ্ডা রাখুন। সন্তান নিয়ে সংসারে অশান্তি। অর্থের দিক দিয়ে সপ্তাহটি ভাল বলা চলে। সঞ্চয় করুন। শিল্পকলা নিয়ে যারা চর্চা করেন তাদের জন্য ভাল সময়। বিবাহ জীবনে মনমালিন্য ধিরে ধিরে কাটবে। কর্ম নিয়ে দুরে ভ্রমণ হতে পারে। আমদানি-রপ্তানি ব্যবসায় লাভবান হতে পারেন। মোষকে পানীয় জল দিন।

মিথুন
পরিবারে গুরুজন ব্যক্তির শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়বে। সংসারে ছোট ব্যাপার নিয়ে অশান্তি বাধতে পারে। শত্রুর দ্বারা অনেক ক্ষতি হতে পারে। প্রেমের দিকে সময় ভাল কিন্তু বদনাম হতে পারেন। পিতা মাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা। ব্যবসার দিকে সপ্তাহটি ভালো মন্দ মিশেয়ে যাবে। চাকুরির স্থানে প্রশংসা পাবেন। মানসিক অস্থিরতা ঠিক করুন। কাজের চাপ শরীরে পড়তে পারে, মন্দিরে কলা দান করুন। প্রতিদিন ভোরে সূর্য প্রনাম করুন।

কর্কট
নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। শ্বশুড়বাড়ির লোকেদের সঙ্গে অশান্তি বাধতে পারে। কর্মস্থানে মালিকের কথা শুনতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি। বিদেশে যারা কাজ করেন তাদের জন্যে শুভ খবর। অর্থের দিক দিয়ে সপ্তাহটি ভাল যাবে না। বাড়িতে ডাক্তার খরচ বৃদ্ধি পাওয়ার জন্য চাপ বাড়তে পারে। অংশীদারি ব্যবসার নজর রাখুন। হলুদ রঙের ফুল দিয়ে পুজা দিন।

সিংহ
সপ্তাহের প্রথম দিকে যাহারা চাকুরি করেন তাদের ব্যস্ততার ভিতর দিয়ে কাটবে। ব্যবসায় গুরুজনের সঙ্গে আলোচনা করে নতুন কিছু শুরু করুন। পিতার সম্পত্তি নিয়ে কোন প্রকার অশান্তি বাধতে পারে, বাজে লোকের প্ররোচনায় পা দিলেই বিপত্তি আসতে পারে। উচ্চ রক্তচাপ যাদের আছে তাঁরা সাবধানে চলাফেরা করুন। স্ত্রীয়ের সঙ্গে অশান্তিতে যাবেন না বাজে হবে। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা। ভিখারিকে সাহায্য করুন।

কন্যা
সপ্তাহের প্রথম দিকে একটা নিয়মের ভিতর দিয়ে কাটবে। সন্তানের ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে। কোন বড় ভুল হতে গিয়েও গুরুজন ব্যক্তির দ্বারা সামলে উঠবেন। মধ্যভাগে কোন নতুন বন্ধুর সঙ্গে আলাপ হতে পারে। সন্ধ্যার দিকে বাড়িতে কোন আনন্দ অনুষ্ঠান হতে পারে। ব্যবসার ব্যাপারে সপ্তাহটি খুব ভাল যাবে না। বিবাহের ব্যাপারে নতুন করে আলোচনা হতে পারে। এই রাশির লোকেরা ধন কুবেরের পুজা করুন।

তুলা
অনিয়মের জন্য শরীরের চাপ বাড়তে পারে। পিতা মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা ও খরচ বৃদ্ধি। মধ্যভাগে অপর ব্যক্তিকে নিয়ে সংসারে অশান্তি বাড়তে পারে। চাকুরির স্থানে নিজের প্রভাব বাড়বে। পরিবারের সকলকে নিয়ে দূরে ভ্রমন। প্রেম প্রণয়ে কোন বাধা আসবে না। মামলা মোকদ্দমার ফল আশানুরূপ নাও হতে পারে। পড়ে থাকা কাজে সাফল্য আসতে পারে। সন্তানের সাথে মতবিরোধ তৈরি হবে। কারোর কাছে রূপ দান নেবেন না।

বৃশ্চিক
সপ্তাহের প্রথম দিকে কোন নিজের লোকের সাথে অশান্তি হতে পারে। কর্ম স্থানে কোন উচ্চপদস্থ লোকের সাহায্য পাবেন। সন্তানের লেখাপড়াতে ফল ভালো না হওয়ার জন্য মনের চাপ। ব্যবসাতে চাপ বাড়বে। সংসারে সময় না দেওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। নতুন সঙ্গী লাভের আনন্দ। পড়াশুনাতে একটু মনযোগ দিন। নতুন কর্মে পা বাড়ানোর আগে চিন্তা করুন। অন্ধ মানুষকে সাহায্য করুন।

ধনু
কর্মে অনিহার জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে। মা বাবার সাথে কথা কাটাকাটি হতে পারে। ব্যবসার জন্য ধার বাড়তে পারে। সপ্তাহের মধ্য ভাগে বাড়িতে অনেক লোক আসাতে চাপ বৃদ্ধি। অপরের বুদ্ধিতে অর্থ বিনিয়োগ করলে খারাপ হবে। সংসারের কোন কষ্ট মনকে উদাসীন করবে। কোন উঁচু দরের লোকের সাথে পরিচয় বাড়বে। শেষের দিকে কিছু অর্থ আসতে পারে। বাড়ির মুল দরজার সামনে রুপোর টুকরো পুঁতে রাখুন। মানসিক সুখী হবেন।

মকর
সপ্তাহের কোন এক সময় সামাজিক কারণে সন্মান বৃদ্ধি পাবে। যান বাহন কেনার সময় আসছে। ব্যবসায় বেশি বিনিয়োগ করা ভালো হবে না। বন্ধুদের কাছে আলোচনার পাত্র হবেন। শরীরের খারাপের জন্য কর্মস্থানে ক’দিন ছুটি হতে পারে। চাকুরি যারা করেন তাদের সাফল্যের সময় কাজে লাগান। সম্পত্তি নিয়ে কোন প্রকার অশান্তিতে যাবেন না। ফল ভালো হবে না, সংসার জীবন মধ্যম প্রকার ভাবে কাটবে। বস্ত্র দান করুন গরীব কে। নীল রঙের সুতো ডানহাতে ব্যবহার করুন। এগুলি যেন তিন প্যাঁচের হয়।

কুম্ভ
সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় ভালো ফলের আশা করতে পারেন। কিন্তু শেষের দিকে খরচ বৃদ্ধির জন্য সঞ্চয় কম হবে, মহাজন নিয়ে কোন প্রকার ঝামেলা হতে পারে, কোন লোকের কাছে অপমানিত হতে পারেন । সন্তানের ব্যপারে একটু চাপ বাড়বে, কোথাও উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি হতে পারে। যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন তাদের ভালো সময়। সংসারে শান্তি ফিরে পারবেন। মন্দিরে নারকেল দান করুন।

মীন
কোন আপন জনের সঙ্গে বিবাদ সাময়িক বিচ্ছেদ। ব্যবসার দিক দিয়ে সপ্তাহটি ভালো। কোন প্রকার সম্পত্তি কেনার পরিকল্পনা বাস্তব হতে পারে। সমাজের কোন কাজে ব্যস্ত হতে হবে তার জন্য কর্ম স্থানে ক্ষিতি। পরিবারে কারোর জন্য ডাক্তারের খরচ বৃদ্ধি পাবে। পিতার সাথে মতের অমিল। শত্রুভয় বাড়তে পারে। অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় কম হবে। শরীরের দিকে নজর দিন। নারায়ণ মন্দিরে পুজার ব্যবস্থা করুন। দীক্ষা মন্ত্র নেওয়া থাকলে একটু বেশী করে জপ করুন। আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন।