মেষ

নতুন কোনও কাজের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। তবে অসাধু কোনও পদক্ষেপ নেবেননা। বিপদ বাড়বে । প্রেমের জন্য অনেক কিছু চাপ নিতে হতে পারে । পিতার সাথে বিবাদ বাড়তে পারে । ব্যবসার জন্য কোনও নতুন চিন্তা ভাবনা , বিবাহ জীবনে সমস্যা বাড়বে । অস্থির মনের জন্য উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমান । দীপাবলীর অমাবস্যায় মা লক্ষ্মীর কাছে কেশর অর্পণ করুন সেই কেশর চন্দনের সাথে শুভ কাজে যাবার আগে কপালে পরুন।



বৃষ

কিছু অল্প সময়ের জন্য শরীর খারাপ হতে পারে । চাকুরির জন্য নতুন কোনও খবর আসতে পারে । কোনো অধস্তন কর্মচারী দ্বারা উপকার পেতে পারেন । বাড়িতে অনেক অতিথি আসতে পারে । এসপ্তাহে একটু ধার হতে পারে । সন্তানের বিবাহ ব্যপারে চিন্তা । নিজের অধিকারের জন্য সজাগ হতে হবে । পড়াশুনাতে খুব ভাল ফলের আশা করা যায় । দীপাবলীর অমাবস্যায় মা লক্ষ্মীর কাছে কেশর অর্পণ করুন সেই কেশর চন্দনের সাথে শুভ কাজে যাবার আগে কপালে পরুন।




মিথুন

ঘরের লোকের ভাল ব্যবহারের জন্য কাজের ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে । প্রথম দিকে কোনও বাজে কথা বলবার জন্য অশান্তি বাধতে পারে । বন্ধুর সাহায্যে কিছু ভাল হতে পারে । মধ্যভাগে কাজের চাপ বাড়তে পারে । অর্থ ব্যপারে খুব ভাল বলা যাবেনা । ব্যবসা কিন্তু ভাল চলবে । পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে । সন্তান দূরে কাজে বা পড়াশুনা। দীপাবলীর অমাবস্যায় মা লক্ষ্মীর কাছে কেশর অর্পণ করুন সেই কেশর চন্দনের সাথে শুভ কাজে যাবার আগে কপালে পরুন।




কর্কট

আপনার গাফিলতির কারনে কোনও ভাল কাজ হাত ছাড়া হতে পারে । পাওনা জিনিস পেতে অনেক দেরি হতে পারে । কাজের বাধা পড়বে। তার জন্য মানসিক চাপ বাড়তে পারে । খুব ছোট কারনে মনে কষ্ট পেতে পারেন। এসপ্তাহে মনের মত কাউকে কাছে পেয়ে খুব ভাল লাগবে। অনুকূল যোগাযোগ হতে পারে। কোনও বাজে ঘটনা সংসারে প্রভাব ফেলতে পারে । দীপাবলীর অমাবস্যায় মা লক্ষ্মীর কাছে কেশর অর্পণ করুন সেই কেশর চন্দনের সাথে শুভ কাজে যাবার আগে কপালে পরুন।




সিংহ

সাহসের সঙ্গে কোনও পদক্ষেপ নিয়ে মনে আনন্দ লাগবে । এসপ্তাহ শরীর নিয়ে তেমন চিন্তা থকব না তবে পেটের সমস্যা বাড়তে পারে । সন্তানের জন্য খুব গর্ববোধ হবে । পূর্বের সব দরকারি কাজ গুলো করে ফেলুন । কাউকে কথা দিয়ে কথা রাখতে না পারবার জন্য মনের কষ্ট বাড়বে । সংসারে কোনও ছোট ব্যপারে বিবাদ বাধতে পারে। দীপাবলীর অমাবস্যায় মা লক্ষ্মীর কাছে কেশর অর্পণ করুন সেই কেশর চন্দনের সাথে শুভ কাজে যাবার আগে কপালে পরুন।




কন্যা

কোনও বড় অশান্তি এ সপ্তাহে মিটে যেতে পারে । সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে ও তার জন্য ডাক্তার খরচ বাড়তে পারে। লেনদেনের ব্যপারে খুব সজাগ থাকুন স্ত্রীর সঙ্গে অপরের সঙ্গে সন্দেহ নিয়ে অশান্তি বহু দূর যেতে পারে । খুব খেটে সামান্য ফল পাবেন । মা -বাবার জন্য মনের কষ্ট বাড়তে পারে। দীপাবলীর অমাবস্যায় মা লক্ষ্মীর কাছে কেশর অর্পণ করুন সেই কেশর চন্দনের সাথে শুভ কাজে যাবার আগে কপালে পরুন।




তুলা

ফটোগ্রাফি নিয়ে যারা কাজ করেন তাদের উন্নতির সুযোগ কাজে লাগান । পরিবেশের সাথে মানিয়ে চলবার জন্য কর্ম স্থানে সুনাম বাড়তে পারে । বয়সে বড় কোনও ব্যক্তির সাথে তর্ক করে বিপদ বাড়তে পারে । দরকারি কাজ গুলো অপর কাউকে দিয়ে করাবেন না । আয় ব্যয়ের সমতা রক্ষা করা কঠিন হবে । তবু পরিবারে বদনাম । কোনও অজানা ব্যপারে ক্ষতি । দীপাবলীর অমাবস্যায় মা লক্ষ্মীর কাছে কেশর অর্পণ করুন সেই কেশর চন্দনের সাথে শুভ কাজে যাবার আগে কপালে পরুন।




বৃশ্চিক

সম্পত্তি নিয়ে পিতার সাথে বিবাদ বাধতে পারে । তার সুযোগ প্রতিবেশী গ্রহণ করবে । কোনও নতুন খবর আসার জন্য মনের আনন্দ বাড়তে পারে । মধ্যভাগে কোন আশা পুরন হতে পারে । সমাজের কোন কাজের জন্য সন্মান বাড়তে পারে । দরকার কাজ ও ভাল আলোচনার জন্য সুন্দর সময় । প্রিয় বন্ধুর খারাপ ব্যবহারের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। দীপাবলীর অমাবস্যায় মা লক্ষ্মীর কাছে কেশর অর্পণ করুন সেই কেশর চন্দনের সাথে শুভ কাজে যাবার আগে কপালে পরুন।




ধনু

সরকারি কর্মচারীদের ভাল সময় আসছে। সপ্তাহের প্রথম দিকে কোনও পড়ে থাকা কাজ গুলো শেষ করে নিন । বাড়ির লোকের কোন কাজ ভাল না লাগার জন্য স্ত্রীর সাথে বিবাধ বাধতে পারে । কাজের পরিমাণ বাড়বে মনের জোর বাড়াতে হবে । ব্যবসায় ভাল ফল পাবেন । তবে কর্মচারী জন্য কোনও ভুল হতে পারে । প্রেমের জন্য সময় না দেওয়ার বিবাদ । দীপাবলীর অমাবস্যায় মা লক্ষ্মীর কাছে কেশর অর্পণ করুন সেই কেশর চন্দনের সাথে শুভ কাজে যাবার আগে কপালে পরুন।




মকর

ভ্রমন সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পক্ষে সপ্তাহটি খুব ভাল যাবে বলে আশা করা যায় শত্রুর কোনও প্রস্তাব স্বীকার করার আগে ভাল করে চিন্তা করে নেবেন। অনেকে আপনার যোগাযোগকে অনেকে গ্রহণযোগ্য মনে করবেনা । অংশীদারি ব্যবসায় ভাল ফল পাবেন যদি নিজে একটু নজর দেন । মধ্যভাগে দরকারি কাজ গুলো শেষ করুন । পরিবারে কোনও অশান্তি বাধতে পারে । দীপাবলীর অমাবস্যায় মা লক্ষ্মীর কাছে কেশর অর্পণ করুন সেই কেশর চন্দনের সাথে শুভ কাজে যাবার আগে কপালে পরুন।




কুম্ভ

বিবাহের জন্য নিজে ভাল করে তৈরি হয়ে তবে মত প্রকাশ করবেন । ব্যক্তিগত কোনও রাগের কারনে বন্ধুদের সঙ্গে অশান্তি বাধতে পারে । পরিশ্রম প্রচুর বাড়বে তার অনুসারে ফল পাবেন না তারজন্য উচ্চ কোন ব্যক্তির সঙ্গে বিবাদ বাধতে পারে । নিজের পকেটের পয়সা খরচ করে অপরের সমস্যা দুর । এসপ্তাহে নিজের বুদ্ধির দ্বারা কোনও শত্রুকে দমন করতে পারবেন। দীপাবলীর অমাবস্যায় মা লক্ষ্মীর কাছে কেশর অর্পণ করুন সেই কেশর চন্দনের সাথে শুভ কাজে যাবার আগে কপালে পরুন।




মীন

সপ্তাহের প্রথম দিকে একটা নিয়মের ভিতর দিয়ে কাটবে । সন্তানের ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে । কোনও বড় ভুল হতে গিয়েও গুরুজন ব্যক্তির দ্বারা সামলে নেবেন । মধ্যভাগে কোনও নতুন বন্ধুর সঙ্গে আলাপ হতে পারে । সন্ধ্যার দিকে বাড়িতে কোন আনন্দ অনুষ্ঠান হতে পারে । ব্যবসার ব্যপারে ভাল । দীপাবলীর অমাবস্যায় মা লক্ষ্মীর কাছে কেশর অর্পণ করুন সেই কেশর চন্দনের সাথে শুভ কাজে যাবার আগে কপালে পরুন।