তুলা
সপ্তাহের প্রথম দিকে কোন প্রিয়জনের সঙ্গে সাময়িক বিচ্ছেদ হতে পারে, অংশীদারি ব্যবসায় সময় ভাল। কর্মস্থানে মর্যাদা হানি স্বামী স্ত্রী যে কোন কারোর শরীর নিয়ে চিন্তা। ভাগ্নির কোন সুখবর আসতে পারে, বন্ধুর দ্বারা উপকার পাবেন। মা বাবার কারণে চিন্তা বৃদ্ধি। সেন্ট বা পারফিউম দান করুন।
বৃশ্চিক
সাহিত্য চর্চা যারা করেন তাদের জন্য সপ্তাহটি খুব ভাল। সপ্তাহের মধ্য ভাগে কর্মস্থানে অনেক সমস্যা মিটে যেতে পারে। পারিবারিক দিক থেকেও সপ্তাহটি সুখে শান্তিতে কাটবে। ব্যবসার দিকটা শেষের দিকে একটু ভালই থাকবে। গাড়িচালকদের জন্য ভাল সময়। বড় ঠাকুরের কাছে তিলের তেল দান করুন।
ধনু
সপ্তাহের প্রথম দিকে বাড়িতে খরচ বৃদ্ধিতে মানসিক চাপ বাড়বে। সামান্য কারণেই স্বামী স্ত্রীয়ে অশান্তি বাড়তে পারে। কর্মস্থানে কোন ভাল পরিবর্তন। উচ্চশিক্ষার সঙ্গে জড়িত ছাত্রদের ভাল সময় আসছে। শরীর খারাপে জন্য কর্মে চাপ বাড়তে পারে। দুরে ভ্রমণের পরিকল্পনা। হলুদ দান করুন।
মকর
বহু দিনের পড়ে থাকা কোন কাজ এ সপ্তাহে মিটে যেতে পারে। ব্যবসায় খুব ভাল সময়, বাড়তি বিনিয়োগ করুন। বিবাহ জীবন ভাল কাটবে। সন্তানের পড়াশোনা নিয়ে ব্যস্ত হতে হবে। চাকরিজীবীদের ভাল দিক আসতে চলেছে। বাড়িতে পুজো পাঠে মনের শান্তি ও আনন্দ বাড়বে। সিসার কিছু প্রবাহ জলে ফেলুন।
কুম্ভ
পারিবারিক জীবন সুখের ভিতর দিয়ে কাটবে। ব্যবসার দিকে অর্থ আদান প্রদান ভাল হবে। শত্রুর জন্য সপ্তাহে সময় নষ্ট ও ক্ষতি হতে পারে। নিকটজনের শুভ সংবাদ মনের আনন্দ বাড়াতে পারে। মহিলা জনিত কোন ঘটনা থেকে দূরে থাকুন। সপ্তাহের শেষের দিকে শরীরে দিকে নজর দিন। দরজার মাথায় ঘোড়ার নাল আটকান।
মীন
সপ্তাহের প্রথম দিকে অযথা খরচে জন্য মানসিক চাপ। কন্যা সন্তান নিয়ে চিন্তা। গুরুজনের সম্পত্তি নিয়ে ভাই বোনে আলোচনা। উচ্চ রক্তচাপ থেকে সতর্ক থাকুন। প্রতিভার প্রকাশ পাবে। ব্যবসায় অর্থ আসবে। আরাম দায়ক কোন জিনিসের ব্যবহার করুন। প্রভাবশালী ব্যক্তির দ্বারা উপকার পাবেন। লবণ দান করুন।